eSomobay Management System
Development By Technosoft Bangladesh
Muyazzal Profit
Muyazzal profit এর আরেকটি নাম হল লোন এর মুনাফা হার। গ্রাহক যখন NGO প্রতিষ্ঠান থেকে বিভিন্ন খাতে ঋণ গ্রহণ করবে তখন তার থেকে ওই ঋণের উপর শতকরা কত হারে মুনাফা আদায় করা হবে তা নির্ধারণ করা যাবে এখান থেকে।
- Type Name: Muyazzal বা লোন এর টাইপ মূলত তিন ধরনের হয়ে থাকে। দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক।
- Duration: উপরের মুদারাবা মাসের মতো এখানেও ডিউরেশন/মেয়াদ মাস হিসাবে দেওয়া হয়। ঋণের মেয়াদটা কত মাস মেয়াদী হবে তার বিবরণ।
- NOI: NOI এর পূর্ণ অর্থ হল Number of Installment. মানে এই মেয়াদে কতটা কিস্তি প্রদান করতে হবে।
- Percentage: উপরে উল্লেখিত মেয়াদ এবং কিস্তি এর সংখ্যার উপর ভিত্তি করে মুনাফার হার নির্ধারণ করা হবে। উক্ত ফিল্ড এ মূলত সংখ্যা উল্লেখ করতে হবে।