যদি কোন সদস্য অগ্রিম ঋণের কিস্তির টাকা প্রদান করতে যান তাহলে এখান থেকে সেটা গ্রহণ করা যাবে। তবে এখানে যে বিষয় টা খেয়াল করতে হবে তা হল ওই সদস্যকে পূর্বের কোন কিস্তি খেলাপি আছে কি না নিশ্চিত হতে হবে এবং কোন তারিখের টাকা সে জমা দিতে চায় সেটা নিশ্চিত ভাবে search দিতে হবে।