eSomobay Management System
Development By Technosoft Bangladesh
Branch Permission
NGO প্রতিষ্ঠানের প্রতিটা কর্মকর্তা কর্মচারী কোন না কোন Branch এর under এ থেকে তার উপর অর্পিত দায় দায়িত্ব পালন করে থাকে। এবং প্রতিষ্ঠান প্রয়োজন মনে করলে উক্ত কর্মকর্তা কে এক ব্রাঞ্চ থেকে অন্য কোন ব্রাঞ্চে তার দায়িত্ব পরিবর্তন করতে পারে। সুতরাং এ সকল কার্যক্রম এখান থেকে সম্পাদন করতে হবে। উক্ত তথ্য তালিকার edit button এর উপর click করলে অন্য একটি পেজ খুলে যাবে এবং সেখানে যে ব্রাঞ্চ এ টিক দেওয়া থাকবে ওই কর্মকর্তা সেই ব্রাঞ্চের দায়িত্বে বলে গন্য হবে। এখানে কেউ একাধিক ব্রাঞ্চের ও দায়িত্বে থাকতে পারবে।