Receipt হলো Mudaraba Account এ গ্রাহক এর নিকট থেকে টাকা জমা নেওয়ার সময় গ্রাহক কে একটা টাকা জমা নিশ্চয়তা/প্রমাণ স্বরুপ মেমো দিতে হয়।উক্ত মেমোতে একটা নম্বর দেওয়া থাকে। ইউনিকলি প্রতিটা মেমোর প্রতিটা পাতায় একটা নম্বর দেওয়া থাকে। এখান থেকে কোন মেমো বইটা কোন ব্রাঞ্চে প্রদান হলো তার হিসাব রাখা যাবে এবং প্রতিটা মেমো বইয়ে ১-১০০ পাতা হিসেবে থাকবে।