eSomobay Management System
Development By Technosoft Bangladesh
Mudaraba Profit
- Type Name: Mudaraba Type এ উপরে তৈরী কৃত সকল Type এখানে drop-down এ দেখা যাচ্ছে।
- Duration Field এ মূলত মাসের হিসাব পরিমাণ দিতে হবে। যেমন কোন ডিপিএস হিসাব যদি ৫ বছরের জন্য খোলা হয় তাহলে এখানে দিতে হবে ৬০ (১ বছর সমান ১২ মাস হিসাব করে)
-NOD: NOD এর পূর্ণ অর্থ হল Number of deposit. যেকোনো মেয়াদি একটা ডিপোজিট একাউন্ট এ কতটা পরিমাণ ডিপোজিট জমা দিতে হবে তার সংখ্যা এখানে উল্লেখ করতে হবে। যেমন ৫ বছর মেয়াদি একটা ডিপোজিট একাউন্ট এ মাস হিসাবে ৬০ টা ডিপোজিট কিস্তি জমা দিতে হবে। আবার ৫ বছর মেয়াদি ডিপোজিট টা যদি ফিক্সড কোন এমাউন্ট এর হয় তাহলে NOD এর পরিমাণ হবে ১। আবার ১ বছর মানে ১২ মাস মেয়াদি হলে ডিপোজিট এর NOD এর উপর ডিপিএস এর কিস্তি সংখ্যা নির্ধারণ হবে।
Percentage: Percentage টা হবে মূলত সংখ্যা। এখানে কোন % সিম্বল দেওয়া লাগবে না। ডিপিএস এর Duration এবং NOD এর উপর ভিত্তি করে percentage এর রেসিও বা হার নির্ধারণ করা হবে। যেমন ডিপোজিট যদি ফিক্সড হয় তাহলে তার মেয়াদের উপর ভিত্তি করে ৬০, ৭০,৮০,৯০,৯৫ অথবা ১০০ ও হতে পারে।
আবার NOD যদি বেশি হয় এবং মেয়াদ ও বেশি হয় তাহলে percentage হতে পারে ১২, ১৩, ১৪……………